ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার জনপ্রিয় অভিনেত্রী

২০২৫ জুলাই ১৫ ১১:১৮:১১
মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার জনপ্রিয় অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদক: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’-এর রাঙা কাম্মা চরিত্রে অভিনয় করা পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুমি হর চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকায়। খবরটি নিশ্চিত করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।

সম্প্রতি সুমিকে রাজ্যের বর্ধমান-আরামবাগ সাত নম্বর সড়ক দিয়ে একা হেঁটে যেতে দেখা যায়। হঠাৎ বৃষ্টি নামলে তিনি আশ্রয় নেন খণ্ডঘোষ ব্লকের আমিলা বাজারের একটি বিশ্রামাগারে। স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় তিনি নিজের পরিচয় বারবার বদলে দিচ্ছিলেন। কখনো বলছিলেন, “আমি স্টার জলসায় অভিনয় করি,” আবার কখনো বলছিলেন, “আমার বাড়ি বেহালায়” বা “আমি বোলপুর থেকে এসেছি।”

স্থানীয়রা সন্দেহের উদ্রেক হলে পুলিশে খবর দেন। পরে পুলিশের সহায়তায় সুমিকে মিশনারিজ অব চ্যারিটির তত্ত্বাবধানে রাখা হয়।

দীর্ঘদিন ধরে অভিনয় জগতে সক্রিয় ছিলেন সুমি হর চৌধুরী। মঞ্চ এবং টেলিভিশনের ধারাবাহিক নাটকে তিনি ছিলেন নিয়মিত মুখ। ২০২৫ সালের জানুয়ারিতেও তিনি একটি নাট্যদলের সঙ্গে কাজ করছিলেন বলে জানা যায়।

তবে কী কারণে তিনি বর্ধমানে এসেছিলেন বা কীভাবে এমন পরিস্থিতির মুখোমুখি হলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

পশ্চিমবঙ্গের শিল্পী সমাজ ও অনুরাগীদের মধ্যে ঘটনাটি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকে ইতোমধ্যেই তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে