ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

দায়িত্ব ছেড়ে দিচ্ছেন পররাষ্ট্র সচিব: পররাষ্ট্র উপদেষ্টা

২০২৫ মে ২১ ১৯:৩৭:১৩
দায়িত্ব ছেড়ে দিচ্ছেন পররাষ্ট্র সচিব: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন (জসীম উদ্দিন নয় – যদি নামটি সংশোধনের প্রয়োজন থাকে, নিশ্চিত করে জানাবেন) নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, এটি কোনো অপসারণ নয়, সচিব নিজেই দায়িত্ব ছেড়ে দিতে চাচ্ছেন।

বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “পররাষ্ট্র সচিব নিজ থেকেই দায়িত্ব থেকে সরে যেতে চান। দু-একদিনের মধ্যেই তিনি দায়িত্ব ছাড়বেন। তখন নতুন পররাষ্ট্র সচিবের নাম চূড়ান্ত হবে।”

এ সময় উপদেষ্টা আরও জানান, প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে