ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫
Sharenews24

তিন মাসের মধ্যে শেয়ারবাজার সংস্কার, আসছে বিদেশি বিশেষজ্ঞ দল

২০২৫ মে ১১ ১৬:২৬:৩৬
তিন মাসের মধ্যে শেয়ারবাজার সংস্কার, আসছে বিদেশি বিশেষজ্ঞ দল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের শেয়ারবাজারে মানুষের আস্থা ফিরিয়ে আনতে আগামী তিন মাসের মধ্যে সংস্কার করার নির্দেশ দিয়েছেন। এ লক্ষ্যে বিদেশি বিশেষজ্ঞদের কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, "প্রধান উপদেষ্টা আগামী তিন মাসের মধ্যে শেয়ারবাজারের আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিদেশি বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শেয়ারবাজারে যাদের বিরুদ্ধে অনিয়ম ও কারসাজির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে।"

প্রেস সচিব আরও জানান, বেসরকারি কোম্পানিগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে প্রণোদনা প্যাকেজ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে যেসব বিদেশি কোম্পানিতে সরকারের অংশীদারিত্ব রয়েছে, সেগুলোর শেয়ারবাজারে দ্রুত নিবন্ধন নিশ্চিত করার কথাও তিনি বলেন।

এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে শেয়ারবাজারে দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

মুসআব/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে