ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫
Sharenews24

দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ, ২০ ব্যাংকে রেকর্ড মূলধন ঘাটতি

২০২৫ মে ০৫ ১৬:৩১:৪৬
দেশের ইতিহাসে সর্বোচ্চ খেলাপি ঋণ, ২০ ব্যাংকে রেকর্ড মূলধন ঘাটতি

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর প্রান্তিকে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের নতুন রেকর্ড তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ২০.২০ শতাংশ। এই সময়ে ব্যাংক খাতের মোট ঋণস্থিতি ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা।

খেলাপি ঋণের এ উচ্চ প্রবণতা ব্যাংকগুলোর মূলধনে নেতিবাচক প্রভাব ফেলেছে। মাত্র তিন মাসের ব্যবধানে ২০টি ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭১ হাজার ৭৮৯ কোটি টাকায়। ২০২৪ সালের সেপ্টেম্বর প্রান্তিকে এ ঘাটতির পরিমাণ ছিল ৫৩ হাজার ২৫৩ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ঘাটতি বেড়েছে ১ লাখ ১৮ হাজার ৫৩৬ কোটি টাকা।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের ডিসেম্বর প্রান্তিকে ১০টি সরকারি ও বেসরকারি ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ ছিল ৩৯ হাজার ৬৫৫ কোটি টাকা, যা পরবর্তী এক বছরে প্রায় চারগুণে পৌঁছেছে।

এ অবস্থার প্রেক্ষিতে ব্যাংক খাতের সম্মিলিত মূলধন ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত (সিআরএআর) উল্লেখযোগ্য হারে কমেছে। ডিসেম্বর প্রান্তিকে এ অনুপাত ৩.০৮ শতাংশে নেমে এসেছে, যা আগের প্রান্তিকে ছিল ৬.৮৬ শতাংশ। অথচ ব্যাসেল-৩ নীতিমালার আওতায় ব্যাংকগুলোকে তাদের ঝুঁকিপূর্ণ সম্পদের ন্যূনতম ১০ শতাংশ মূলধন সংরক্ষণ বাধ্যতামূলক।

ব্যাসেল-৩ অনুযায়ী, ব্যাংকগুলোকে ন্যূনতম ১০ শতাংশ বা ৫০০ কোটি টাকার মধ্যে যেটি বেশি, সে পরিমাণ মূলধন রাখার বিধান রয়েছে। এই শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে বলে ধরা হয়। উল্লেখ্য, এ ধরনের ঘাটতি থাকলে ব্যাংকগুলো তাদের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বিতরণ করতে পারে না।

মিজান/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে