ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫
Sharenews24

যুদ্ধাপরাধীদের সরাসরি হুঁশিয়ারি দিলেন তথ্য উপদেষ্টা

২০২৫ মে ১১ ০৯:৩২:১৭
যুদ্ধাপরাধীদের সরাসরি হুঁশিয়ারি দিলেন তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুদ্ধাপরাধে সহযোগিতাকারীদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার (১০ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, “৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের অবশ্যই ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে। পাকিস্তান সরকার যদিও ক্ষমা চেয়েছে, আবারও চাইতে রাজি, কিন্তু যারা তাদের সহযোগী ছিল, তারা এখনো ক্ষমা চায়নি।”

তিনি আরও লেখেন, “ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোট্যাজ করা চলবে না। সাফ দিলে আসতে হবে।”

তথ্য উপদেষ্টা তার পোস্টে রাজনৈতিক ইতিহাস বিকৃতি, বাম রাজনীতির ভূমিকা এবং অতীত রাজনৈতিক সহিংসতা নিয়েও কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, “মুজিববাদী বামদের ক্ষমা নেই। লীগের গুম-খুন, শাপলা মোড় এবং মোদিবিরোধী আন্দোলনের হত্যাযজ্ঞে তাদের বড় ভূমিকা রয়েছে। এরা ছিল মূল পরিকল্পনাকারী। জুলাইয়ের সময়ে এরা দালালি করেছে, কিন্তু এখনো বহাল তবিয়তে আছে।”

মাহফুজ আরও দাবি করেন, “আজও মুজিববাদী বামেরা সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিকভাবে ‘জুলাই’-এর বিপক্ষে অবস্থান নেয়। তারা দেশে বসে এসব শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তবে সময় এসে গেছে—এই বিভ্রান্তিকর শক্তিগুলো পরাজিত হবে। অন্যের কাঁধে ভর করে তারা বেশিদিন টিকবে না।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে