ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫
Sharenews24

নতুন করে আরেকটি দুঃসংবাদ পেল আওয়ামী লীগ

২০২৫ মে ১১ ১১:৪০:১৩
নতুন করে আরেকটি দুঃসংবাদ পেল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকার দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এবার এ নিষেধাজ্ঞার আওতায় আসছে দলটির অনলাইন কার্যক্রমও।

শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, শুধুমাত্র মাঠপর্যায়ের নয়, ডিজিটাল মাধ্যমেও আওয়ামী লীগ কোনো কার্যক্রম চালাতে পারবে না।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আওয়ামী লীগ সংশ্লিষ্ট ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে দলটির উপস্থিতি নিষিদ্ধ করতে কার্যক্রম শুরু করেছে।

রোববার (১১ মে) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, "পরিপত্র জারি হওয়ার পর বিটিআরসির মাধ্যমে মেটা ও অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। আমরা দ্রুত নিষেধাজ্ঞা কার্যকরে আশাবাদী।"

উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষণার পরপরই আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি প্রতিবাদমূলক পোস্ট দেওয়া হয় এবং পরে এক বিবৃতি প্রকাশ করা হয়। যদিও ওই পেজ থেকে নিয়মিত উসকানিমূলক পোস্টের অভিযোগও উঠেছে, যা সরকারের নজরে এসেছে বলে জানা গেছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে