ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫
Sharenews24

আ.লীগকে নিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত

২০২৫ মে ১১ ১২:০৫:১৮
আ.লীগকে নিয়ে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণার পর দলটির রাজনৈতিক নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নিতে গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ মে) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ কথা জানান।

তিনি বলেন, "গেজেট প্রকাশ হলেই আমরা কমিশনে আলোচনায় বসব। আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশের বর্তমান প্রেক্ষাপট ও জনগণের প্রত্যাশা বিবেচনায় রেখেই কমিশন এগোবে।"

সিইসি আরও বলেন, "যদি গেজেট কালই প্রকাশ হয়, তাহলে কালই নিবন্ধন ইস্যুতে সিদ্ধান্ত আসতে পারে।"

নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে তিনি জানান, "জুলাই গণঅভ্যুত্থানের আলোকে রাজনৈতিক বাস্তবতা এখন আমাদের কাছে পরিস্কার। কমিশনের দায়িত্ব এই বাস্তবতার প্রতি সৎ থেকে গণতন্ত্রকে রক্ষা করা।"

উল্লেখ্য, গত ১০ মে রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে জানান, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে সোমবার (১২ মে) গেজেট প্রকাশ করা হবে।

এই ঘোষণার পর দলটির নিবন্ধন বাতিল করা হবে কিনা, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে