ঢাকা, শনিবার, ২১ জুন ২০২৫
Sharenews24

আ’লীগের কার্যালয় দখল করে এনসিপির অফিস

২০২৫ মে ১১ ০৯:২৪:১১
আ’লীগের কার্যালয় দখল করে এনসিপির অফিস

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাসনে উপজেলা আওয়ামী লীগের তিনতলা দলীয় কার্যালয় দখল করে নিজেদের অফিস চালু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১০ মে) দুপুরে চরফ্যাসন পৌর শহরের কলেজ রোডে অবস্থিত ভবনটিতে এনসিপির সাইনবোর্ড টাঙিয়ে কার্যক্রম শুরু করে দলটি। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র নিন্দা, ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয় এবং এরপর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পতনের প্রায় ৯ মাস পর অহিদ ফয়সাল নামে এক ব্যক্তি নিজেকে এনসিপির চরফ্যাসন উপজেলা প্রতিনিধি দাবি করে কয়েকজন নেতাকর্মীসহ ভবনটি দখলে নেন। এরপর এনসিপির নামাঙ্কিত সাইনবোর্ড টাঙিয়ে দলীয় কার্যক্রম শুরু করেন।

সরেজমিনে দেখা গেছে, ভবনটির ছাদে মাইক বসিয়ে এনসিপির প্রচারণা চালানো হচ্ছে। ভেতরে প্রস্তুতিমূলক সভা করছেন এনসিপির নেতারা।

অহিদ ফয়সাল জানান, এনসিপির চরফ্যাসন ইউনিটের নেতা আমজাত হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিনের সঙ্গে মিলে তারা ভবনটি দখলে নিয়েছেন। এখন থেকে এখান থেকেই এনসিপির সকল দলীয় কার্যক্রম পরিচালিত হবে।

এ প্রসঙ্গে স্থানীয় এক বীর মুক্তিযোদ্ধা বলেন, “আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতার সংগঠক। ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের অফিস দখল করে কার্যক্রম চালাচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক ও কলঙ্কজনক ঘটনা।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে