ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫
Sharenews24

আ.লীগের উপর নিষেধাজ্ঞায় প্রেস সচিবের মন্তব্য

২০২৫ মে ১১ ১২:২১:২৫
আ.লীগের উপর নিষেধাজ্ঞায় প্রেস সচিবের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে ফেসবুকে মন্তব্য করেছেন উপদেষ্টা সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার(১১ মে) সকালে দেওয়া পোস্টে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমি বিশ্বাস করি না আওয়ামী লীগের নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক মহল কান্নায় ভেঙে পড়বে।”

তিনি দাবি করেন, এই নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থে একান্ত প্রয়োজন ছিল।

পোস্টে তিনি আরও লেখেন, “আমরা দেখেছি, পশ্চিমা গণতন্ত্রগুলোতেও মানবতাবিরোধী অপরাধ বা জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে কেবল রাজনৈতিক কার্যক্রম নয়, বরং পুরো দলকেই নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও ইতালিতে নাৎসি ও ফ্যাসিস্ট দল নিষিদ্ধ হয়েছিল। স্পেন ও বেলজিয়ামে বিচ্ছিন্নতাবাদী দলগুলোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।”

শফিকুল আলমের দাবি, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের (UNHCHR) প্রতিবেদনেও সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, আওয়ামী লীগ, তাদের নেতৃত্ব, কর্মী এবং সহযোগী সংগঠনগুলো মানবতাবিরোধী জঘন্য অপরাধে যুক্ত ছিল।

তিনি লেখেন, “এই দলই বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে। ব্যাংক লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। এমন খুনি, দুর্নীতিগ্রস্ত ও গণতন্ত্রবিরোধী একটি দলের পক্ষ নিয়ে পৃথিবীর কোনও গণতান্ত্রিক শক্তি কথা বলবে এমনটি আমরা বিশ্বাস করি না।”

সেই সঙ্গে তিনি যোগ করেন, “তাই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপে আন্তর্জাতিক মহল থেকে বিরূপ কোনো প্রতিক্রিয়া আসবে বলে আমরা মনে করি না।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে