ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫
Sharenews24

ভারতে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

২০২৫ মে ১১ ১৫:৫০:২৬
ভারতে প্রবেশের সময় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজাকে (৬৫) গ্রেফতার করা হয়েছে।

রোববার (১১ মে) সকাল সাড়ে ১১টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় দর্শনার জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোলাম মোর্তুজা ওইদিন রোববার সকালের দিকে দর্শনার জয়নগর ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় সন্দেহ হলে তাকে আটক করে জয়নগর ইমিগ্রেশন পুলিশ। তার নামে বিএনপি নেতাকে অপহরণপূর্বক নির্যাতন করার অভিযোগে মামলা রয়েছে।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, গোলাম মোর্তুজাকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। তাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে