ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫
Sharenews24

আ.লীগ নিষিদ্ধে বিএনপি নেতা সালাহউদ্দিনের চাঞ্চল্যকর দাবি

২০২৫ মে ১১ ১৫:১১:৩৭
আ.লীগ নিষিদ্ধে বিএনপি নেতা সালাহউদ্দিনের চাঞ্চল্যকর দাবি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আওয়ামী লীগকে মানবতাবিরোধী ও গণহত্যার দায়ে বিচারের আওতায় আনার দাবি তো বিএনপিই তুলেছিল।”

রোববার (১১ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, “আমরা কয়েক মাস আগেই লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম, আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধে বিচারের আওতায় আনতে হবে। সে সময় যদি দাবি আমলে নেওয়া হতো, তাহলে সাম্প্রতিক বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো না।”

শাহবাগে বিএনপির অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কেন শাহবাগে যাব? আমাদের দাবি তো আগে থেকেই স্পষ্টভাবে জানানো ছিল।” তিনি আরও বলেন, “বিশ্বের বহু দেশে গণহত্যার দায়ে অভিযুক্ত ফ্যাসিবাদী দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশেও দেরিতে হলেও সেই প্রক্রিয়া শুরু হওয়ায় আমরা সরকারকে স্বাগত জানাই।”

তিনি আরও বলেন, “আমরা চাই, অন্তর্বর্তী সরকার বিএনপির জনগণকেন্দ্রিক পরামর্শগুলো সময়মতো গ্রহণ করুক। আমরা নির্বাচন ও রাষ্ট্র পরিচালনায় সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত।”

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আওয়ামী লীগ সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ হতে যাচ্ছে—এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে সেই আইন সংশোধনের প্রয়োজন হতে পারে, কারণ এতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি স্পষ্টভাবে নেই।”

গণতন্ত্রের নামে একটি রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা কতটা সঙ্গত—এই প্রশ্নে তিনি বলেন, “আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তি। তারা আর কোনো রাজনৈতিক দল নয়। তাদের রাজনৈতিক তকমা দেওয়ার দরকার নেই, কারণ তাদের ডিএনএতে গণতন্ত্র নেই।”

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে