ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫
Sharenews24

লায়লা-মামুন নাটকের ভয়াবহ টার্নিং পয়েন্ট

২০২৫ মে ১১ ১৫:২৩:৩৬
লায়লা-মামুন নাটকের ভয়াবহ টার্নিং পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক: টিকটক কনটেন্ট নির্মাতা প্রিন্স মামুনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে নতুন করে বিতর্কে জড়িয়েছেন আলোচিত টিকটকার লায়লা আখতার।লায়লার দাবি, মামুন তাকে শারীরিকভাবে আঘাত করে গর্ভের সন্তান নষ্ট করেছেন।

রোববার (১১ মে) মধ্যরাতে "মামুনকে নিয়ে এটাই লায়লার শেষ কথা" শিরোনামে একটি ভিডিও পোস্ট করেন লায়লা। সেখানে তিনি বলেন,"সবসময় সবাই আমাকে ভিলেন বানিয়েছেন। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক মানুষকে আটকে রাখা যায় না। আমি যদি খারাপ হতাম, তাহলে কেন সে আমার কাছে ফিরে ফিরে আসত?"

লায়লা আরও অভিযোগ করেন,"আমি মামুনকে মাদক গ্রহণ, মদ খাওয়া এবং নারীসঙ্গ থেকে বিরত থাকতে বলতাম। এই কারণেই আমাকে খারাপ বানানো হয়েছে। শুধু তাই নয়, ২০২৩ সালে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল।"

সবচেয়ে বিস্ফোরক অভিযোগে তিনি বলেন,"প্রিন্স মামুন আমার পেটে লাথি মেরে আমার অনাগত সন্তানকে নষ্ট করেছে। তবু আমি তার বিরুদ্ধে অভিযোগ করিনি। সে আমার কাছ থেকে বহু টাকা নিয়েছে। গাড়ি-বাড়ি কিনে দেওয়ার দাবি তো ছিলই। আর এ কারণেই সে গতকাল সকালেও আমার বাসায় ঢুকে গালিগালাজ করেছে।"

ভিডিওতে মামুনের প্রতি ভালোবাসার কথাও জানান লায়লা:"আমি তাকে অন্ধভাবে ভালোবাসতাম, বিশ্বাস করতাম। সে যদি বলত ডান, আমি সেটাকেই ডান বলে মেনে নিতাম।"

এর আগে, প্রিন্স মামুন এক ফেসবুক লাইভে লায়লার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন। লাইভে গালিগালাজ করতে শোনা যায় তাকে। এরপরই লায়লা তার পক্ষ থেকে বক্তব্য দেন।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে