ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
Sharenews24

হাসনাতকে নিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদকের স্ট্যাটাস

২০২৫ মে ০৫ ১০:৩৫:৩৪
হাসনাতকে নিয়ে ছাত্রদল সাধারণ সম্পাদকের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা নিয়ে নিন্দা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

রোববার (৪ মে) রাতে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে তিনি এ নিন্দা জানান।

পোস্টে নাছির লেখেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানাচ্ছি। পতিত ফ্যাসিস্টদের বিচারের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জীবন হুমকির মুখে পড়েছে।

তিনি আরও লেখেন– অন্যদিকে, ফ্যাসিস্ট শক্তিকে রাজনৈতিক ও সামাজিকভাবে মোকাবেলা না করে সব মনোযোগ শুধু নিজস্ব রাজনৈতিক প্রচারণার পেছনে দেয়ার কারণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকারী জনতা গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক দিশা থেকে ক্রমান্বয়ে বঞ্চিত হচ্ছে।

নাছির উদ্দিন স্ট্যাটাসে বলেন, ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ নয় বরং গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখাই আমাদের সব রাজনৈতিক পদক্ষেপের মূল উদ্দেশ্য হওয়া উচিত।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় গাজীপুরের বাসন থানার বাসন সড়ক এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে