ঢাকা, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
Sharenews24

দুই শেয়ারবাজারে দাপট দেখাল ৬ প্রতিষ্ঠান

২০২৫ মে ১০ ১৪:১৬:৪২
দুই শেয়ারবাজারে দাপট দেখাল ৬ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে’২৫) দেশের দুই শেয়ারবাজারে দাপট দেখিয়েছে রে তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠান। যেগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার, মিডল্যান্ড ব্যাংক, আইসিবি সোনালী ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এসইএমএল লেকচার ফান্ড। গত সপ্তাহ এই ৬ প্রতিষ্ঠান উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক গেইনার তালিকায় অবস্থান করছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে।, বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে বারাকা পতেঙ্গা পাওয়ার। সপ্তাহজুড়ে ডিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বা ৫৭.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ১০ পয়সায়।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠানটি গেইনারের তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা বা ৫৭.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ টাকা ১০ পয়সায়।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধির তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে বারাকা পাওয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর ৩ টাকা ৫০ পয়সা বা ৩৪.৪১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৫০ পয়সায়।

অন্যদিকে, সিএসইতে কোম্পানিটি গেইনারের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বা ৩৭.৮৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ১০ পয়সায়।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় চতুর্থ স্থানে অবস্থান করছে মিডল্যান্ড ব্যাংক। সপ্তাহজুড়ে ডিএসইতে ব্যাংকটির দর ৫ টাকা ৯০ পয়সা বা ২৮.৩৭ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৭০ পয়সায়।

সিএসইতে ব্যাংকটি গেইনারের তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে ব্যাংকটির শেয়ার দর ৫ টাকা ৭০ পয়সা বা ২৭.৫৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৪০ পয়সায়।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে আইসিবি সোনালী ওয়ান মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর ১ টাকা ৩০ পয়সা বা ২৪.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৭০ পয়সায়।

সিএসইতে ফান্ডটি গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে ফান্ডটির ইউনিট দর ১ টাকা ৫০ পয়সা বা ২৮.৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ টাকা ৮০ পয়সায়।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধি তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে এসইএমএল লেকচার ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর ২ টাকা ৪০ পয়সা বা ২০.৬৯ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকায়।

সিএসইতে ফান্ডটি গেইনারের তালিকার পঞ্চম স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে ফান্ডটির ইউনিট দর ২ টাকা ৫০ পয়সা বা ২২.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৭০ পয়সায়।

বিদায়ী সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধির তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহজুড়ে ফান্ডটির ইউনিট দর ৭০ পয়সা বা ২০.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ১০ পয়সায়।

সিএসইতে প্রতিষ্ঠানটি গেইনার তালিকার ষষ্ঠ স্থানে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে ফান্ডটির ইউনিট দর ৭০ পয়সা বা ২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ টাকা ১০ পয়সায়।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে