ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫
Sharenews24

যুদ্ধবিরতিতে মোদি-শেহবাজকে সাধুবাদ জানালেন প্রধান উপদেষ্টা

২০২৫ মে ১০ ২২:০৮:৫১
যুদ্ধবিরতিতে মোদি-শেহবাজকে সাধুবাদ জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: টানা চার সপ্তাহের উত্তেজনা এবং ১৯ দিন ধরে চলা হামলা-পাল্টা হামলার পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে উভয় দেশের প্রধানমন্ত্রীদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১০ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইউনূস বলেন, “তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়া এবং আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে আন্তরিক অভিনন্দন জানাই। মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও যোগ করেন, “বাংলাদেশ সব সময় শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে প্রতিবেশী দুই দেশের পাশে থাকবে।”

এর আগে, ভারত ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক ও পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে তিনি লেখেন, দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

ভারত ও পাকিস্তান উভয় দেশই পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, দুই দেশই আজ বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের সামরিক কর্মকাণ্ড বন্ধ করতে সম্মত হয়েছে।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আমরা আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে আপসহীন থেকেও এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

আলীম/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে