ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বিয়ে না করলেই বিপদ

২০২৫ মে ১০ ১৬:৫৩:৫০
বিয়ে না করলেই বিপদ

নিজস্ব প্রতিবেদক: বিয়ে শুধুই সামাজিক বা ধর্মীয় বন্ধন নয়—এটি মানসিক ও শারীরিক স্বাস্থ্যেও প্রভাব ফেলে। অনেকেই ভাবেন, অবিবাহিত পুরুষরা বিবাহিতদের তুলনায় অনেকটাই ঝামেলামুক্ত। সমাজ-সংসারের নানা সমস্যা ও দায়িত্ব থেকে দূরে থাকতে পারেন তারা। কিন্তু এই শান্তির মাঝেই রয়েছে বড় বিপদের আশঙ্কা।

সম্প্রতি ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি ও জার্মানির ইউনিভার্সিটি হসপিটাল ওয়ারজবার্গের কমপ্রিহেনসিভ হার্ট ফেলিওর সেন্টারের করা এক গবেষণায় উঠে এসেছে অবাক করা তথ্য। গবেষণা অনুযায়ী, অবিবাহিত পুরুষদের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বিবাহিতদের চেয়ে বেশি।

এই গবেষণায় আরও বলা হয়েছে, অবিবাহিত পুরুষদের অল্প বয়সে মৃত্যুর ঝুঁকিও বিবাহিত পুরুষের থেকে অনেকটাই বেশি।

এছাড়া একাধিক স্বাস্থ্যবিষয়ক গবেষণায় দেখা গেছে, বিয়ে না করা ব্যক্তিদের মধ্যে কিছু নির্দিষ্ট স্বাস্থ্যঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে। যেমন-

১. মানসিক স্বাস্থ্য সমস্যা:

অবিবাহিত ব্যক্তিদের মধ্যে একাকীত্ব, হতাশা এবং উদ্বেগ বেশি দেখা যায়। দীর্ঘ সময় একা থাকার কারণে সোশ্যাল আইসোলেশন বৃদ্ধি পায়, যা ডিপ্রেশনকে আরও গভীর করতে পারে।

২. হৃদরোগের ঝুঁকি:

বিবাহিতদের তুলনায় অবিবাহিতরা হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় প্রায় ৪০-৪৫% বেশি ঝুঁকিতে থাকেন বলে প্রকাশ পেয়েছে কিছু গবেষণায়।

৩. রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে:

গবেষণা অনুযায়ী, একাকী জীবনের ফলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে, যার ফলে সংক্রমণ বা দীর্ঘমেয়াদি অসুস্থতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে।

৪. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কম:

বিবাহিতদের ক্ষেত্রে জীবনসঙ্গীর তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বেশি থাকে, যেখানে অবিবাহিতদের মধ্যে হেলথ চেকআপ বা চিকিৎসা নেওয়ার প্রবণতা কম দেখা যায়।

৫. অকালমৃত্যুর ঝুঁকি:

Journal of Epidemiology & Community Health–এর একটি গবেষণা অনুযায়ী, আজীবন অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে অকালমৃত্যুর সম্ভাবনা বিবাহিতদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

সব অবিবাহিত মানুষের ক্ষেত্রেই যে এই প্রভাব পড়বে, তা নয়। গবেষকরা বলছেন—যারা সামাজিকভাবে সক্রিয়, আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন এবং নিজের যত্ন নেন, তারা অনেক ক্ষেত্রেই বিবাহিতদের মতোই সুস্থ জীবনযাপন করতে পারেন।

বিয়ে না করলে যে শরীরে বড় ধরনের ক্ষতি হবেই, তা নয়—তবে একাকীত্ব এবং অসামাজিক জীবনযাপনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে এমন আশঙ্কা থেকে বিয়ে করার পরামর্শ বিশেসজ্ঞদের।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে