ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫
Sharenews24

আইনি পদক্ষেপের ঘোষণা দিলেন সাংবাদিক ইলিয়াস

২০২৫ মে ১১ ১৫:০৫:৩১
আইনি পদক্ষেপের ঘোষণা দিলেন সাংবাদিক ইলিয়াস

নিজস্ব প্রতিবেদক: অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ড. কনক সারওয়ার ও জুলকারনাইন সায়েরের ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত। এবার এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন।

এর আগে, শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভারতে ইউটিউব চ্যানেল ব্লক হওয়ার বিষয়টি জানান পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, ‘আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারতমাতা তার শত্রুদেরকে চিনে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কারা পিনাকী, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন?’

এবার এ বিষয়ে আইনি পদক্ষেপের কথা জানালেন ইলিয়াস। তিনি রোববার ফেসবুকে লিখেন, ‘আমার, পিনাকী ভট্টাচার্য এবং কনক সারওয়ারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে ভারত। আমাদের ৩ জনকে আলাদা ইমেইলে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে ভারত সরকারের অভিযোগের প্রেক্ষিতে তারা ভারতে আমাদের চ্যানেল বন্ধ করেছে। আমরা বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিচ্ছি।’

এর আগে শুক্রবার (৯ মে) ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশের অন্তত চারটি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়। চ্যানেলগুলো হচ্ছে- যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে