ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫
Sharenews24

আ.লীগের পর জাতীয় পার্টিকে নিষিদ্ধের আহ্বান

২০২৫ মে ১১ ১৫:১৪:৫২
আ.লীগের পর জাতীয় পার্টিকে নিষিদ্ধের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জাতীয় পার্টির (জাপা) নিবন্ধন বাতিলের আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটি ঘোষণা দিয়েছে, সোমবার (১২ মে) নির্বাচন কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেওয়া হবে।

রোববার (১১ মে) দুপুরে রাজধানীর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

রাশেদ খান বলেন, "দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী-সাক্ষীদের সুরক্ষায় আওয়ামী লীগের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত সময়োপযোগী। এখন জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করাও জরুরি।"

তিনি জানান, শুরু থেকেই গণঅধিকার পরিষদ গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।

দলটির মতে, শুধুমাত্র সাংগঠনিক নিষেধাজ্ঞা নয়, আওয়ামী লীগের নিবন্ধন সম্পূর্ণ বাতিল না হলে এই গণঅভ্যুত্থান অসম্পূর্ণ থেকে যাবে। এজন্য নির্বাচন কমিশনকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে তারা জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি অন্তর্বর্তী জাতীয় সরকার গঠনের আহ্বান জানায় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব কমাতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি তোলে।

এছাড়া গণবিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে অন্তত পাঁচটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ করেছে দলটি।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে