ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫
Sharenews24

পাকিস্তানে গোপন হামলা যা জানাল ভারত

২০২৫ মে ১০ ১৭:১১:১৩
পাকিস্তানে গোপন হামলা যা জানাল ভারত

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের সামরিক হামলায় সীমিত ক্ষয়ক্ষতির কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ভারত। শনিবার (১০ মে) বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে—পশ্চিম ফ্রন্টে পাকিস্তানের একাধিক সামরিক পদক্ষেপে ভারতের কয়েকটি বিমানঘাঁটিতে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান ইউ-ক্যাব ড্রোন, দূরপাল্লার অস্ত্র, গোলাবারুদ এবং যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের সামরিক স্থাপনায় হামলার চেষ্টা করেছে। তিনি জানান, উধমপুর, পাঠানকোট, আদমপুর, ভূজ এবং বাথিন্ডার বিমানঘাঁটিগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও তা সীমিত।

সোফিয়া কুরেশি আরও জানান, পাকিস্তান শ্রীনগর থেকে নালিয়া পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ২৬টিরও বেশি স্থানে বিমান অনুপ্রবেশের চেষ্টা করেছে, তবে ভারতীয় বাহিনী সফলভাবে তা প্রতিহত করেছে।

তিনি আরও উল্লেখ করেন, গত রাত ১টা ৪০ মিনিটে পাকিস্তান পাঞ্জাবের একটি বিমানঘাঁটি লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার ফলে ক্ষয়ক্ষতি হয়। এছাড়া, শ্রীনগর, বান্ডিপোরা ও উধমপুর অঞ্চলের বিমানঘাঁটি, স্বাস্থ্যকেন্দ্র ও স্কুলও ছিল লক্ষ্যবস্তু।

সংবাদ সম্মেলনে কর্নেল কুরেশি বলেন, "ভারতের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং যেকোনো শত্রুভাবাপন্ন পদক্ষেপের যথাযথ জবাব দেওয়া হচ্ছে।"

এই ঘটনার প্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। ভারত-পাকিস্তান উত্তেজনার এই সর্বশেষ ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে