ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৩০ এপ্রিল ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন

২০২৫ এপ্রিল ৩০ ১৫:২২:৫৯
৩০ এপ্রিল ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৩ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ২২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- এনভয় টেক্সটাইলস, লাফার্জহোলসিম বাংলাদেশ, ক্রাউন সিমেন্ট, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড এবং লাভেলো। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইলস। এদিন কোম্পানিটির ৫ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লাফার্জহোলসিম বাংলাদেশ ৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে ক্রাউন সিমেন্ট।

অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ১ কোটি ২৮ লাখ এবং লাভেলো ১ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে