ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

জানা গেল ভারতে আটককৃত বাংলাদেশিদের প্রকৃত পরিচয়

২০২৫ এপ্রিল ৩০ ১২:৫৯:১৫
জানা গেল ভারতে আটককৃত বাংলাদেশিদের প্রকৃত পরিচয়

নিজস্ব প্রতিবেদক: গুজরাটে কথিত বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযানে বহু প্রকৃত ভারতীয় নাগরিক আটকের অভিযোগ উঠেছে। রাজ্য পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে সোমবার রাত পর্যন্ত মোট ৬,৫০০ জনকে আটক করা হয়েছে। তবে যাচাই-বাছাই শেষে এখন পর্যন্ত ৪৫০ জনের বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ধরপাকড়ের শিকার হওয়া অনেকেই পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও গুজরাটের স্থায়ী বাসিন্দা। যেমন সুরাতে আটক হওয়া সুলতান মল্লিকের বিরুদ্ধে ‘বাংলাদেশি’ সন্দেহে ব্যবস্থা নেওয়া হলেও তার পাসপোর্ট ও জমির দলিল প্রমাণ করে তিনি ভারতের বীরভূম জেলার নাগরিক। একইভাবে আহমেদাবাদের স্থায়ী বাসিন্দা আলমআরা পাঠানের ছেলে ও পুত্রবধূকেও রাতের আঁধারে ধরে নিয়ে যায় পুলিশ। যদিও পরে যথাযথ নথিপত্র জমা দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

একইসঙ্গে বরযাত্রী ও অতিথিদেরও আটক করা হয়েছে, যাদের অনেকেই গুজরাত ও মহারাষ্ট্রের বাসিন্দা। বিয়ে অনুষ্ঠান স্থগিত হওয়া, পরিবারের সদস্যদের অসুস্থ হয়ে পড়া এবং হেনস্তার অভিযোগ সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে।

পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ নামের একটি মানবাধিকার সংগঠনের দাবি, গুজরাট ছাড়াও উত্তরপ্রদেশ, ওড়িশা ও মহারাষ্ট্রে পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের 'বাংলাদেশি' তকমা দিয়ে হয়রানি করা হচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে গত দুই দিনে একশোর বেশি অভিযোগ তারা পেয়েছে।

বিশ্লেষকরা বলছেন, শুধুমাত্র ভাষা বা ধর্মের ভিত্তিতে কারো নাগরিকত্ব নিয়ে সন্দেহ তোলা ভারতের সংবিধান ও নাগরিক অধিকার লঙ্ঘনের শামিল। আটক ব্যক্তিদের মধ্যে অনেককেই ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পেশ করা হয়নি যা আইনগত প্রক্রিয়ার গুরুতর লঙ্ঘন।

গুজরাট পুলিশ জানিয়েছে, তারা এখন পশ্চিমবঙ্গ ও সীমান্তবর্তী রাজ্যগুলোতে দল পাঠিয়ে যাচাই করছে জমা দেওয়া পরিচয়পত্র আসল না নকল।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে