ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Sharenews24

গণিতে ফেল বাড়ার ৫ কারণ

২০২৫ জুলাই ১০ ১৬:২৯:৩৮
গণিতে ফেল বাড়ার ৫ কারণ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় সব শিক্ষাবোর্ডেই গণিতে পাশের হার উদ্বেগজনকভাবে কমেছে। ফল বিশ্লেষণে দেখা গেছে, অন্যান্য বিষয়ের তুলনায় গণিতেই সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ফলে প্রায় সব বোর্ডেই এই বিষয়ের ফলাফল হয়েছে হতাশাজনক।

বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

১১টি সাধারণ ও বিশেষ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, যেখানে গণিতে পাশের হার ৮৮.৭২ শতাংশ। তবে অন্যান্য বোর্ডে পাশের হার উল্লেখযোগ্যভাবে কম:

ঢাকা বোর্ড: ৭৫.১৪%

রাজশাহী বোর্ড: ৮৬.৫২%

যশোর বোর্ড: ৮৫.০২%

চট্টগ্রাম বোর্ড: ৮১.৫৩%

সিলেট বোর্ড: ৮৩.১৭%

মাদ্রাসা বোর্ড: ৭৯.৭৩%

তবে নিচের বোর্ডগুলোতে গণিতের ফল ছিল সবচেয়ে খারাপ:

ময়মনসিংহ বোর্ড: ৬৪.২৭%

বরিশাল বোর্ড: ৬৪.৬২%

দিনাজপুর বোর্ড: ৭১.৩৫%

কুমিল্লা বোর্ড: ৭২.০১%

শিক্ষাবিদ ও বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গণিত বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে ভয়, গাণিতিক ধারণার দুর্বলতা ও পর্যাপ্ত অনুশীলনের অভাব এই ফলাফলের প্রধান কারণ।

তারা আরও জানান, অনেক স্কুলে এখনো গণিত শিক্ষকের সংকট, মানসম্পন্ন পাঠদানের অভাব এবং শুধুমাত্র কোচিং ও গাইড নির্ভরতা শিক্ষার্থীদের মৌলিক ধারণা গড়ে ওঠায় বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।

এ বছর সারাদেশে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী কমেছে, বহু প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ফেল করেছে (যেমন, ভিকারুননিসায় ৫৫ জন ফেল করেছে)। গণিতেই সবচেয়ে বেশি ব্যর্থতার ঘটনা গোটা ফলাফলের মান নিচে নামিয়ে এনেছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে