ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

এক ধাক্কায় ৪৬টি নতুন প্রতীক

২০২৫ জুলাই ১০ ১৬:২২:৫৯
এক ধাক্কায় ৪৬টি নতুন প্রতীক

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী তফসিলে নতুন করে ৪৬টি প্রতীক যুক্ত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে তফসিলে থাকা ৬৯টি প্রতীকের সঙ্গে নতুনগুলো যোগ হলে মোট প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫টি।

ইসির সংশ্লিষ্ট শাখা জানায়, এই ১১৫টি প্রতীকের তালিকা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের গঠিত কমিটি প্রাথমিকভাবে ১৫০টি প্রতীক প্রস্তাব করেছিল, সেখান থেকে বাছাই করে কমিশন ১১৫টি চূড়ান্ত করে।

আইন মন্ত্রণালয় চাইলে এই তালিকা পর্যালোচনা করে প্রতীক বাতিল বা নতুন প্রতীক যুক্ত করার জন্য ইসিকে সুপারিশ করতে পারবে।

ইসি কর্মকর্তারা জানান, রাজনৈতিক দলের সংখ্যা বাড়ার পাশাপাশি নতুন দলের নিবন্ধনের প্রক্রিয়াও চলমান। ইতোমধ্যে ১৪৭টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নতুন প্রতীক যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন মন্ত্রণালয়ে পাঠানো সংশোধিত নির্বাচন পরিচালনা বিধিমালার খসড়ায় ‘শাপলা’ প্রতীকটি রাখা হয়নি।

প্রস্তাবিত ১১৫টি নির্বাচনী প্রতীক (নির্বাচনী তফসিল অনুযায়ী):

অবজেক্ট ও প্রতীকসমূহ:

আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন, ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিক্সা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে