ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
Sharenews24

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নজরে জ্বালানি খাতের ৩ কোম্পানি 

২০২৫ জুলাই ০৪ ২০:২৫:০৫
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নজরে জ্বালানি খাতের ৩ কোম্পানি 

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ৩ কোম্পানির শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নজরে রয়েছে। এই তিন কোম্পানির শেয়ারে তারা তাদের শেয়ার ধারণ ৩০ শতাংশের বেশি পরিমাণে উন্নীত করেছে। কোম্পানিগুলো হলো- যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও পদ্মা অয়েল কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যমুনা অয়েল কোম্পানি

যমুনা অয়েল কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪ লাখ ২৪ হাজার ৬০০টি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ দাঁড়িয়েছে ৩০.১৯ শতাংশে। এর আগে গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৭.৬৩ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে কোম্পানিটিতে সরকারের কাছে রয়েছে ৬০.০৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ০.৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৯.২৩ শতাংশ।

মেঘনা পেট্রোলিয়াম

মেঘনা পেট্রোলিয়ামের মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৮২ লাখ ১৬ হাজার ১০৮টি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৩.৪২ শতাংশে। এর আগে গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৩.৩৮ শতাংশ। বিপরীতে কোম্পানিটিতে সরকারের কাছে রয়েছে ৫৮.৬৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭.৮২ শতাংশ শেয়ার।

পদ্মা অয়েল কোম্পানি

পদ্মা অয়েল কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৭৫০টি। সর্বশেষ ৩১ মে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ দাঁড়িয়েছে ৩১.২২ শতাংশে। অন্যদিকে, কোম্পানিটিতে সরকারের শেয়ার রয়েছে ৫২.৪১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৬.৩১ শতাংশ।

উল্লেখ্য, আলোচ্য তিন কোম্পানিই রাষ্টায়াত্ব প্রতিষ্ঠান। কোম্পানিগুলো প্রতিবছরই শেয়ারহোল্ডারদের ভালো ডিভিডেন্ড প্রদান করে থাকে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে