ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

গাজীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন

২০২৫ এপ্রিল ০৩ ১২:১৯:২৮
গাজীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের সাতখামাইরে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে আগুন লেগেছে। এই আগুন লাগার ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশন এলাকায় এটি ঘটেছে।

ট্রেনের একটি বগিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে এবং আশপাশের এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

ট্রেনের যাত্রীরা জানান, শ্রীপুর থেকে ছেড়ে আসার পর সাতখামাইর রেলস্টেশনের কাছাকাছি ট্রেনের সর্বশেষ বগিতে হঠাৎ আগুন দেখা যায়। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর ট্রেন সেখানে থামানো হয়।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. সাইদুর রহমান বলেন, মহুয়া কমিউটার ট্রেনের বগিতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে