ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

মালয়েশিয়ায় জাকির নায়েকের নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি

২০২৫ মার্চ ১৯ ২০:৫২:৫৬
মালয়েশিয়ায় জাকির নায়েকের নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে যে, মালয়েশিয়ার সরকার ডা. জাকির নায়েককে নাগরিকত্ব দিয়েছে। এই গুজবের সঙ্গে একটি ছবি জুড়ে দেয়া হয়েছিল, যেখানে মালয়েশিয়ার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ডা. জাকির নায়েকের সঙ্গে দেখা করছেন। তবে, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এই অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই গুজব একদম মিথ্যা এবং এটি ছয় বছর পুরোনো একটি পোস্ট। সেই পোস্টে ব্যবহৃত ছবিটি ২০১৭ সালের, যেখানে পেরকাসা (একটি মালয় সংগঠন) প্রধান ইব্রাহিম আলি জাকির নায়েককে ‘পাহলাওয়ান পেরকাসা’ পুরস্কার দিচ্ছেন। তবে, ছবির সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই।

ইব্রাহিম আলি বলেছেন, “এই ছবি ২০১৭ সালে তোলা হয়েছে এবং এটি জাকিরের ইসলামের প্রচারে অবদানের জন্য তাকে পুরস্কৃত করার সময় তোলা হয়েছিল। এতে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।”

তিনি আরো জানান, জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা (পার্মানেন্ট রেসিডেন্ট), তবে নাগরিকত্বের জন্য তিনি কোনো আবেদন করেননি এবং সঠিক সময়ে সবকিছু সুরাহা হলে তিনি ভারতে ফিরে যেতে চান।

এছাড়া, ২০১৫ সালে মালয়েশিয়ার সরকার জাকির নায়েককে স্থায়ী বাসিন্দার মর্যাদা প্রদান করেছিল এবং এরপর থেকে তিনি সেখানে বসবাস করছেন। তবে, ২০১৯ সালে মালয়েশিয়ার হিন্দু ও চীনা সম্প্রদায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় তাকে দেশের মধ্যে পাবলিক স্পিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। যদিও চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, জাকির নায়েকের উপর আর কোনো বক্তৃতার নিষেধাজ্ঞা নেই।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২০২৪ সালের আগস্টে বলেছিলেন, যতক্ষণ না জাকির কোনো সমস্যা সৃষ্টি করেন, ততক্ষণ তাকে ভারতে প্রত্যর্পণ করা হবে না।

আরিফ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে