ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

যুক্তরাজ্যে ভিসার নিয়মে বড় পরিবর্তন

২০২৫ মার্চ ১৩ ১০:১৮:১৭
যুক্তরাজ্যে ভিসার নিয়মে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক :যুক্তরাজ্যে অর্থনৈতিক মন্দার মাঝে গত বুধবার ভিসার নিয়মে নতুন পরিবর্তনের ঘোষণা এসেছে। এই পরিবর্তনগুলো বিশেষভাবে স্বাস্থ্যসেবা প্রদানকারী, কেয়ারকর্মী, ওয়ার্ক পারমিট, নির্ভরশীল এবং শিক্ষার্থীদের ওপর প্রভাব ফেলবে। দেশজুড়ে তীব্র অভিবাসন-বিরোধী মনোভাব এবং অর্থনৈতিক মন্দার পরিস্থিতির মধ্যে এই ঘোষণা দেওয়া হয়েছে।

এখন সেবা খাতের নিয়োগকর্তাদের বিদেশ থেকে কর্মী নিয়োগের আগে প্রমাণ করতে হবে যে তারা ইতোমধ্যেই যুক্তরাজ্যের মধ্যে থাকা ব্যক্তিদের নিয়োগের চেষ্টা করেছেন। এর লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক নিয়োগের ওপর নির্ভরতা হ্রাস করা।

একটি উল্লেখযোগ্য পরিবর্তন হল, দক্ষ কর্মী ভিসা (বিশেষত নির্দিষ্ট পেশা কোডের অধীনে) পাওয়া যত্ন কর্মী এবং সিনিয়র কেয়ারকর্মীরা এখন তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের (সঙ্গী এবং শিশু) যুক্তরাজ্যে আনার জন্য অনুমতি পাবেন না।

যে সব কেয়ার হোম সরবরাহকারীরা কেয়ারকর্মী নিয়োগ করতে চান, তাদের কেয়ার কোয়ালিটি কমিশনের (CQC) সঙ্গে নিবন্ধিত হতে হবে।

দক্ষ কর্মী ভিসার জন্য ন্যূনতম বেতনের প্রয়োজনীয়তা বৃদ্ধি করা হচ্ছে। নতুন নিয়ম অনুসারে, এপ্রিল থেকে এটি প্রতি বছর ২৩,২০০ পাউন্ড থেকে বেড়ে ২৫,০০০ পাউন্ড (অথবা প্রতি ঘণ্টায় £১২.৮২) হবে।

সরকার শিক্ষার্থী ভিসার জন্য নতুন নিয়ম কঠোর করেছে, বিশেষত স্বল্পমেয়াদী ইংরেজি ভাষা কোর্সের জন্য। এর লক্ষ্য সিস্টেমের অপব্যবহার রোধ করা।

৯ এপ্রিল থেকে, যেসব সেবা প্রদানকারী বিদেশি কর্মী নিয়োগ করতে চান, তাদের প্রথমে প্রমাণ করতে হবে যে তারা এমন কাউকে নিয়োগ করার চেষ্টা করেছেন, যিনি বর্তমানে যুক্তরাজ্যে আছেন এবং নতুন ভিসা স্পন্সরশিপের প্রয়োজন।

সরকার আশা করছে যে এই পরিবর্তনগুলো "বিদেশি নিয়োগের ওপর নির্ভরতা কমাবে" এবং ব্রিটেনে অভিবাসনের রেকর্ড মাত্রা হ্রাস করতে সাহায্য করবে।

প্রতিমন্ত্রী স্টিফেন কিনক বলেন, "আন্তর্জাতিক কেয়ারকর্মীরা আমাদের সামাজিক যত্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আমরা তাদের সহায়তা ও দেশজুড়ে মানুষের সেবা করার জন্য তাদের প্রশংসা করি।"

স্বল্পমেয়াদী ছাত্র ভিসা রুটে পরিবর্তন আনা হয়েছে, যাতে কেসওয়ার্কাররা ভিসা আবেদনপত্র বাতিল করার ক্ষমতা আরও বাড়াতে পারে এবং সিস্টেমের অপব্যবহার রোধ করা যায়।

অভিবাসন-কর্মসংস্থান আইন ভঙ্গকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং বিদেশি কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এ বছরের শুরুতে প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে যে, নতুন অভিবাসন নিয়ম কার্যকর হওয়ার পর থেকে বিদেশ থেকে প্রায় ৪ লাখ কম ভিসা আবেদন জমা পড়েছে।

এই সব পরিবর্তনের লক্ষ্য হলো, অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর ও সুবিচারপূর্ণ করা, পাশাপাশি দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং কর্মসংস্থান খাতে সমতা রক্ষা করা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে