ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

বিএসইসির কর্মকর্তাদের অবরোধের ঘটনায় দোষীদের দ্রুত বিচার দাবি

২০২৫ মার্চ ০৮ ১৬:১৪:১৮
বিএসইসির কর্মকর্তাদের অবরোধের ঘটনায় দোষীদের দ্রুত বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান এবং তিন কমিশনারকে ৫ মার্চ (বুধবার) অবরুদ্ধ করার ঘটনায় শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।

এক বিবৃতিতে এই সংস্থাটি জানায়, কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তা-কর্মচারী তাদের পদত্যাগের দাবি জানিয়ে বিএসইসি ভবনের চতুর্থ তলায় ৪ ঘণ্টা ধরে চেয়ারপার্সন এবং তিন কমিশনারকে অবরুদ্ধ করে রাখে। শুধু তাই নয়, অবরুদ্ধ অবস্থায় তাদের সঙ্গে থাকা কর্মকর্তাদের শারীরিকভাবে লাঞ্চিতও করা হয়। পরবর্তীতে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদের উদ্ধার করে।

এতে উল্লেখ করা হয় যে, সরকারি কর্মচারীদের এ ধরনের আচরণ আইন বিরোধী এবং শাস্তিযোগ্য অপরাধ। সরকারের প্রতি যেকোনো দাবি বা অভিযোগ নিয়মতান্ত্রিকভাবে পেশ করা উচিত। এই ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনা না গেলে রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে।

বিএসইসি ভবনে এমন ঘটনা ঘটানোর ফলে সরকারের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে