ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কাঠগড়ায় দাঁড়িয়ে অসুস্থতার কথা জানালেন সাবেক মন্ত্রী

২০২৫ মার্চ ০৫ ১১:৫২:১০
কাঠগড়ায় দাঁড়িয়ে অসুস্থতার কথা জানালেন সাবেক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মিরপুর মডেল থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তার দেখান। এই মামলায় উপস্থিত থাকাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় তার শারীরিক অসুস্থতা প্রকাশ পায় এবং তিনি বুকে হাত বেঁধে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিলেন।

বুধবার সকালে কামাল মজুমদারকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়। সকাল ১০টা ২০ মিনিটে, দুই পুলিশ কনস্টেবল তাকে ধরে কাঠগড়ায় তুলে। এরপর তিনি কাঠগড়ায় গিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকেন। হাবিবুল্লাহ নামে এক কনস্টেবল তাকে ধরে রাখেন, এরপর তিনি কিছু সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন।

কামাল মজুমদার তার অসুস্থতার কথা উল্লেখ করে আদালতে বলেন, “আমি অনেক অসুস্থ।” তার এই আবেদনের পর বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে, তাকে দুই পুলিশ কনস্টেবল ফের হাজতখানায় নিয়ে যান।

১৮ অক্টোবর রাতে গুলশান এলাকা থেকে কামাল মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে বিভিন্ন সময় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

এখনও পর্যন্ত তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং আদালত পরবর্তী নির্দেশনা দেওয়ার জন্য অপেক্ষা করছে।

এনামুল/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে