ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

RSI ইন্ডিকেটর অনুযায়ি বিনিয়োগ উপযোগি ১১ কোম্পানির শেয়ার

২০২৫ ফেব্রুয়ারি ২২ ১৯:৩৫:৩৯
RSI ইন্ডিকেটর অনুযায়ি বিনিয়োগ উপযোগি ১১ কোম্পানির শেয়ার

অ্যানালাইসিস ডেস্ক: শেয়ারবাজারে বিনিয়োগ উপযোগী শেয়ার কিংবা ঝুঁকিপূর্ণ শেয়ার নির্বাচনের ক্ষেত্রে বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা বিভিন্ন নির্দেশক (Indicator) ব্যবহার করে থাকেন। এর মধ্যে রয়েছে ট্যাকনিক্যাল ইনডিকেটর (Technical Indicator) ও ফান্ডমেন্টাল ইনডিকেটর (Fundamental Indecator)। টেকনিক্যাল ইনডিকেটরের মধ্যে Relative Strength index বা RSI ইনডিকেটর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টেকনিক্যাল অ্যানালাইসিস।

RSI-এর মাধ্যমে সহজেই বিনিয়োগ উপযোগী শেয়ার খুঁজে বের করা যায়। ঠিক তেমনি RSI-এর মাধ্যমে ঝুঁকিপূর্ণ শেয়ারও শনাক্ত করা যায়।

RSI ইন্ডিকেটরটি বাজারের overbought ও oversold অবস্থান নির্দেশ করে। এর স্কেলমান শুন্য হতে ১০০ পর্যন্ত হয়। সাধারণত ৩০ এর নিচের শেয়ার oversold এবং ৭০ এর উপরে শেয়ার overbought নির্দেশ করে। সাধারণত oversold অবস্থায় বড় বিনিয়োগকারীদের শেয়ার buy (কেনা) এবং overbought অবস্থায় বড় বিনিয়োগকারীদের sell pressure (বিক্রির চাপ) নির্দেশ করে থাকে।

তবে অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রমও হয়। যদি কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য থাকে, সেক্ষেত্রে RSI অকার্যকর হয়। মূল্য সংবেদনশীল তথ্যের ভিত্তিতে নিজস্ব গতিতে শেয়ার দর উঠা-নামা করে।

আবার যদি কোন শেয়ারের পেছনে বড় হাত থাকে বা স্মার্ট মানি থাকে, সেক্ষেত্রেও RSI অকার্যকর হয়।

তবে সাধারণ নিয়মে যেসব কোম্পানির শেয়ার দর যদি RSI-এর ৩০ এর নিচে থাকে বা oversold অবস্থায় থাকে, তাহলে সেসব কোম্পানিতে বিনিয়োগ নিরাপদ মনে করা হয়।

আবার যেসব কোম্পানির শেয়ার RSI-এর ৮০ এর উপরে থাকে বা overbought অবস্থায় থাকে, সেসব কোম্পানিতে আপাতত বিনিয়োগ না করে ‘ওয়েট অ্যান্ড সি’ পলিসি অনুসরণ করার পরামর্শ দেয়া হয়। এতে করে পুঁজি নিরাপদ থাকে।

তবে শেয়ার দর যখন বাড়তে বা কমতে থাকে RSI ইনডিকেটরের সঙ্গে দরের সামঞ্জস্যতা পরিবর্তন হয়। তখন দেখা যায় overbought অবস্থায় RSI শেয়ারটির জন্য নতুন space তৈরি করে দেয়।

উল্লেখ্য, RSI ইনডিকেটর অনুযায়ি শেয়ার কেনা-বেচা করতে হবে, এমন কোন স্বতঃসিদ্ধ নিয়ম বা বাধ্যবাধকতা নেই। তবে RSI ইনিডিকেটর অনুসরণ করলে পুঁজির সমূহ ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এবং লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হয়।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বশেষ শেয়ার দর অনুযায়ি RSI ৩০ এর নিচে বর্তমানে ১১টি কোম্পানির শেয়ার রয়েছে, যেগুলো RSI অনুযায়ি বিনিয়োগ উপযোগি। কোম্পানিগুলো নাম ও সর্বশেষ RSI তুলে ধরা হলো:

Serail No.

Name of Company

Last Trade Price

RSI

01

Apex Foods

206.00

28.05

02

City General Insurance

37.20

29.83

03

Desh General Insurance

20.90

29.76

04

Global Islami Bank

4.00

28.95

05

Karnaphuli Insurance

27.60

29.72

06

Midland Bank

23.00

29.56

07

NCC Bank

10.00

29.09

08

Orion Pharma

29.80

25.33

09

Padma Oil

182.00

28.66

10

Provati Insurance

32.00

27.14

11

Reckitt Benckiser

4050.40

29.45

Source:stocknow.com.bd/

পাঠকের মতামত:

টেকনিক্যাল অ্যনালাইসিস এর সর্বশেষ খবর

টেকনিক্যাল অ্যনালাইসিস - এর সব খবর



রে