ঢাকা, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

মুনাফা তোলার চাপে উত্থানের বাজারে ছন্দপতন

২০২৫ ফেব্রুয়ারি ১৯ ১৫:৩২:০৯
মুনাফা তোলার চাপে উত্থানের বাজারে ছন্দপতন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) উভয় শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক প্রথম ভাগে আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে লেনদেনও হয়।

কিন্তু বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপে সেই পতন বেশিক্ষণ স্থায়ী হয়নি। আধা ঘন্টার মধ্যেই ডিএসইর সূচক আগের দিনের চেয়ে নিচে নেমে যায়। এরপর সামান্য সামনে যাওয়া-পেছনের যাওয়ার ‘লুকোচুরির’মধ্যে লেনদেন চলতে দেখা যায়।

বেলা সোয়া ১টায় বাজার আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে লেনদেন হতে দেখা যায়। লেনদেনের আধা ঘন্টা আগে বিনিয়োগকারীদের বাই প্রেসার দেখা যায়। এ সময়ে বাজার ফের ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়। কিন্তু শেষ বেলায় অ্যাডজাস্টমেন্টের চাপে পতনের বৃত্ত থেকেই বাজারের লেনদেনে শেষ হয়।

এদিন সূচক কমার পাশাপাশি লেনদেনেও বড় পতন দেখা যায়। আগেরদিন ডিএসইর লেনদেন যেখানে ৬০০ কোটি টাকার ছুঁইছুই করেছিল, আজ লেনদেন সেখানে সোয়া ৪০০ কোটির ঘরে নেমে যায়।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯২ পয়েন্টে। আগেরদিন সূচক কমেছিল ৮.৩৩ পয়েন্ট।

আজ ডিএসইতে ৪২৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৯৯ কোটি ৩৭ লাখ টাকার। আজ লেনদেন কমেছে ১৭২ কোটি ২৩ লাখ টাকার বা ২৯ শতাংশ।

ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৩টির, কমেছে ২২৮টির এবং দর পরিবর্তন হয়নি ৬৭টির।

অপর শেয়ার সিএসইতে আজ ৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৫ কোটি ৯৯ লাখ টাকার।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানে মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২টির, কমেছে ১০৫টির এবং পরিবর্তন হয়নি ২৫টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৮২ পয়েন্টে। আগেরদিন সূচক কমেছিল ৩২ পয়েন্ট।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে