ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

হজ পালনে এ বছর যেসব শর্ত দিলো সৌদি

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৮:৩৫:৪৬
হজ পালনে এ বছর যেসব শর্ত দিলো সৌদি

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ২০২৫ সালের হজ পালনের জন্য কিছু নতুন শর্ত নির্ধারণ করেছে। এই শর্তগুলোর মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ হজযাত্রীদের সুরক্ষা, স্বাস্থ্য ও সুষ্ঠু পরিচালনার দিকে গুরুত্ব প্রদান করছে। চলতি বছর, নতুন শর্তগুলো অনুসারে, যেসব ব্যক্তি প্রথমবারের মতো হজ পালনের সুযোগ পাবেন, তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। তবে, যারা হজযাত্রীদের গাইড হিসেবে কাজ করবেন, তাদের জন্য কিছু শর্ত শিথিল রাখা হবে।

মূল শর্তগুলো হলো:

পূর্বে হজ না করা: এ বছর প্রথমবারের মতো হজ পালনের সুযোগ দেওয়া হবে তাদেরকে, যারা আগে কখনো হজ পালন করেননি।

জাতীয় পরিচয়পত্রের বৈধতা: হজযাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত বৈধ থাকতে হবে।

নির্ভুল তথ্য: হজে অংশ নিতে ইচ্ছুক ব্যক্তিদের অবশ্যই নির্ভুল তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। ভুল তথ্য দিলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।

শারীরিক সুস্থতা: হজে অংশগ্রহণের জন্য শারীরিকভাবে সুস্থ থাকা বাধ্যতামূলক। যারা মারাত্মক বা জটিল রোগে আক্রান্ত, তারা হজে অংশগ্রহণ করতে পারবেন না।

টিকা গ্রহণ: হজযাত্রীদের মেনিনজিটিস ও মৌসুমী ইনফ্লুয়েঞ্জার টিকা নিতে হবে।

নিবন্ধন শর্ত: যদি নিবন্ধন করার পর কোন ব্যক্তি সিদ্ধান্ত পরিবর্তন করেন, তবে তার জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে না।

স্বাস্থ্যবিধি: হজযাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, নির্দিষ্ট সময় অনুযায়ী পবিত্র স্থানগুলোতে যাওয়া এবং সৌদি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক।

নুসুক অ্যাপের ব্যবহার: অনুমোদনপ্রাপ্ত হজযাত্রীদের নুসুক অ্যাপ থেকে কাগজ প্রিন্ট করতে হবে এবং কিউআর কোড স্পষ্টভাবে দৃশ্যমান রাখতে হবে।

শিশুদের সঙ্গে হজযাত্রা: সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শিশুদের সঙ্গে হজ পালনের অনুমতি দেওয়া হবে না।

গত বছর, মোট ১৮ লাখ মানুষ হজ পালন করেছিলেন, যার মধ্যে ১৬ লাখ ছিলেন বিদেশি হজযাত্রী এবং সৌদি আরব থেকে প্রায় দুই লাখ মানুষ অংশ নিয়েছিল।

দিদার/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে