ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
Sharenews24

মানিকগঞ্জের আদালত চত্বরে ভুয়া বিয়ে

২০২৫ আগস্ট ১৪ ২৩:০৮:৪৭
মানিকগঞ্জের আদালত চত্বরে ভুয়া বিয়ে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অভিযোগের পর অবশেষে মানিকগঞ্জ আদালত চত্বরে সক্রিয় একটি ভুয়া কাজী ও বাল্যবিবাহ চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় একটি শিক্ষানবিশ আইনজীবীর কক্ষ থেকে ভুয়া কাবিননামা এবং নিকাহ রেজিস্ট্রার বই জব্দ করা হয়েছে। একইসাথে জিজ্ঞাসাবাদের জন্য এক শিক্ষানবিশ আইনজীবীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল কবির এবং প্রানোরাম কান্তি চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আদালত ভবনের দুই নং আইনজীবী ভবনের ৫২৩ নম্বর কক্ষে এই অভিযান পরিচালনা করা হয়, যা আইনজীবী মাকসুদা আক্তারের নামে বরাদ্দ ছিল। জানা গেছে, তিনি এই কক্ষটি ভুয়া কাজী মামুনের কাছে ভাড়া দিয়েছিলেন।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে এই কক্ষেই আইনজীবী মাকসুদা আক্তারের উপস্থিতিতে একটি বাল্যবিবাহ সম্পন্ন হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসনের নজরে আসে। এরপরই নড়েচড়ে বসে প্রশাসন এবং দ্রুত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।

অভিযানের সময় ভুয়া কাজী মামুন বেপারী এবং আইনজীবী মাকসুদা আক্তার কৌশলে সরে পড়েন। তবে, অভিযানে অংশ নেওয়া দল দীর্ঘ অপেক্ষার পর শিক্ষানবিশ আইনজীবী উজ্জ্বলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। কক্ষ থেকে বাল্যবিবাহের প্রমাণসহ একাধিক ভুয়া নিকাহ রেজিস্টার বই উদ্ধার করা হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আজাদ হোসেন খান এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, 'আইনজীবীর চেম্বারে ভুয়া কাজীর অফিস পরিচালনা এবং বাল্যবিবাহের ঘটনা অত্যন্ত দুঃখজনক।' তিনি জানান, ৫২৩ নম্বর কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন অনৈতিক কাজ থেকে বিরত থাকতে সবাইকে সতর্ক করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল কবির জানিয়েছেন, জব্দকৃত আলামত এবং আটককৃত শিক্ষানবিশ আইনজীবী উজ্জ্বলের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে