ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
Sharenews24

নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বিল পাস

২০২৫ জানুয়ারি ১০ ২১:৩৩:৪৩
নেতানিয়াহুকে রক্ষায় আইসিসির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বিল পাস

ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রতিনিধি পরিষদ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল অনুমোদন করেছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যাল্যান্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে, তাদের রক্ষার উদ্দেশ্যে এ বিলটি পাস করা হয়।

পার্সটুডে জানিয়েছে, বিলটির পক্ষে ২৪৩ এবং বিপক্ষে ১৪০ ভোট পড়েছিল। রিপাবলিকান দলের প্রতিনিধি চিপ রয় ও ব্রায়ান মাস্ট বিলটির বক্তব্য তুলে ধরেন।

এই বিল এখন মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে পাঠানো হবে। সিনেটে রিপাবলিকানদের দখলে থাকায়, আশা করা হচ্ছে যে এখানে আইনটি আরও শক্তিশালীভাবে সমর্থন পাবে।

মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেট পরিকল্পনা করছে, যারা সুরক্ষিত ব্যক্তিদের গ্রেফতার, আটক ও তদন্তের সাথে জড়িত তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে। এসব নিষেধাজ্ঞার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ স্থানান্তরের নিষেধাজ্ঞা এবং ভিসা সুবিধা বাতিলের প্রস্তাব রয়েছে।

গত বছর আইসিসি গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যাল্যান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর ফলে ১২৬টি দেশের ক্ষেত্রে এই দুই ব্যক্তিকে গ্রেফতারের সুযোগ তৈরি হয়।

বিলটির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিনিধি ইলহান ওমর। তিনি হত্যা ও যুদ্ধ-অপরাধের বিরুদ্ধে যুদ্ধরত মানবাধিকার আইনজীবীদের সমর্থন দাবি করেছেন।

আরও এক প্রতিনিধি রাশিদা তালিব জনসমক্ষে বলেছেন, বিলটি নেতানিয়াহুকে রক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যাতে তিনি গাজায় তার অপরাধ চালিয়ে যেতে পারেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হযাওয়া ইসরাইলি হামলায় প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যেখানে অধিকাংশই নারী ও শিশু। ল্যান্সেট নামে ব্রিটেনের চিকিৎসা সাময়িকী জানিয়েছে, গাজায় নিহতদের সংখ্যা আসলে প্রকাশিত সংখ্যার চেয়ে ৪০ শতাংশ বেশি, যা প্রায় ৬৪ হাজার ২৬০ জন।

মারুফ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে