ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
Sharenews24

যে কারণে টিউলিপকে এখনো সমর্থন দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

২০২৫ জানুয়ারি ১০ ১৮:৪৫:৫৩
যে কারণে টিউলিপকে এখনো সমর্থন দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগ উঠেছে। এর পাশাপাশি, তিনি এ বিষয়ে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলকে মিথ্যা তথ্য দিয়েছেন এবং তাদের সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে জড়িত হয়েছেন। এই ঘটনার পর থেকে রাজনৈতিক চাপে রয়েছেন টিউলিপ।

তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এখনো টিউলিপের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, এর পেছনে মূল কারণ স্টারমারের সঙ্গে টিউলিপের দীর্ঘদিনের বন্ধুত্ব।

২০১৪ সালে, টিউলিপ যখন হ্যাম্পস্টেড এবং কিলবার্ন আসন থেকে লেবার প্রার্থী হন, কিয়ার স্টারমার ছিলেন তার প্রতিবেশী নির্বাচনী এলাকার প্রার্থী। সেই সময় থেকেই তাদের রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠে।

২০১৫ সালে একই রাতে পার্লামেন্টে প্রবেশ করেন টিউলিপ ও কিয়ার। ২০২০ সালে লেবার পার্টির নেতা নির্বাচনে টিউলিপ প্রথম এমপি হিসেবে কিয়ারকে সমর্থন দেন। এছাড়া, তার উদ্যোগেই লেবার ফ্রেন্ডস অফ বাংলাদেশ স্টারমারকে সমর্থন করে।

টিউলিপ এবং স্টারমারের পরিবার বিভিন্ন সময় একসঙ্গে ছুটি কাটিয়েছে। প্রধানমন্ত্রী স্টারমার তাকে সহকর্মী নয়, বরং ব্যক্তিগত বন্ধু হিসেবে দেখেন।

প্রাক্তন পরিবহনমন্ত্রী লুইস হাই, যিনি জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হন, প্রধানমন্ত্রীর চাপের মুখে পদত্যাগ করেন। তবে টিউলিপের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ভিন্ন আচরণ করেছেন।

বিশ্লেষকরা মনে করেন, টিউলিপের প্রতি প্রধানমন্ত্রীর আনুগত্য তার দীর্ঘদিনের বন্ধুত্বের কারণেই।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে