ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

ফেসবুক ও ইনস্টাগ্রামে ফ্যাক্ট চেকার বাদ, আসছে নতুন ‘কমিউনিটি নোট’ ব্যবস্থা

২০২৫ জানুয়ারি ০৮ ১৬:১৬:২৮
ফেসবুক ও ইনস্টাগ্রামে ফ্যাক্ট চেকার বাদ, আসছে নতুন ‘কমিউনিটি নোট’ ব্যবস্থা

ফেসবুক ও ইনস্টাগ্রামে আর ফ্যাক্ট চেকার থাকবে না বলে ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাদার কোম্পানি মেটা। এখন থেকে তথ্যের সত্যতা যাচাইয়ের কাজটি ফ্যাক্ট চেকাররা নয়, ব্যবহারকারীরা নিজেই ‘কমিউনিটি নোট’ পদ্ধতিতে করবেন, যা কিছুটা ইলন মাস্কের এক্স প্ল্যাটফর্মের মতো।

এ পরিবর্তনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগের দিনেই আনা হয়। ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে ফ্যাক্ট চেকিংয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যেখানে বলা হয়েছিল, ফ্যাক্ট চেকারের মাধ্যমে ডানপন্থি মতামতকে সেন্সর করা হচ্ছে।

মেটার সিইও মার্ক জুকারবার্গ এক ভিডিও বার্তায় জানান, ফ্যাক্ট চেকাররা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হয়ে উঠেছিল, এবং তারা আস্থা অর্জনের বদলে মানুষের মতামত এবং মুক্ত চিন্তাকে রোধ করেছে।

তবে জুকারবার্গ স্বীকার করেছেন, ফ্যাক্ট চেকার না থাকার কারণে মেটার প্ল্যাটফর্মগুলোতে ক্ষতিকর কনটেন্টের সংখ্যা বাড়তে পারে। তিনি আরও বলেছেন, ফেসবুক ও ইনস্টাগ্রামে এখন থেকে ব্যবহারকারীদের মাধ্যমে কনটেন্টের পলিসি ভঙ্গন শনাক্ত করা হবে।

মেটার এই পরিবর্তন ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নত করার একটি অংশ, কারণ ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই মেটা তার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করার চেষ্টা করছে। মেটা সম্প্রতি ট্রাম্পের সহযোগী ডানা হোয়াইটকে তাদের বোর্ডে অন্তর্ভুক্ত করেছে এবং ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ১ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০১৬ সালে মেটা প্রথম ফ্যাক্ট চেকার প্রোগ্রাম চালু করে, যা বিদেশি শক্তি ও ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে ছিল। তবে ২০২২ সালে টুইটার কিনে নেন ইলন মাস্ক এবং তিনি ফ্যাক্ট চেকার দলকে বাদ দিয়ে এক্স নামকরণ করেন।

এছাড়া, মেটা ফেসবুক ও ইনস্টাগ্রামে পলিসি ভঙ্গন শনাক্তে ব্যবহৃত স্বয়ংক্রিয় পদ্ধতিতেও পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। মেটা জানায়, স্বয়ংক্রিয় পদ্ধতির কারণে অতিরিক্ত কনটেন্ট মুছে ফেলা হয়েছে, যা ভুল ছিল। এখন থেকে কেবল বড় পলিসি ভঙ্গনগুলো, যেমন সন্ত্রাসবাদ, শিশুদের যৌন নির্যাতন, মাদক, প্রতারণা এবং প্রতারণার ক্ষেত্রে নজর রাখা হবে। অন্য যেকোনো কনটেন্টের ক্ষেত্রে ব্যবহারকারীদের মেটাকে অবহিত করতে হবে, এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে