ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
Sharenews24

নিপুণের ফিরে যাওয়ায় কয়েকশ ডিগবাজি দিল জায়েদ খান

২০২৫ জানুয়ারি ১০ ১৮:৫৩:৫০
নিপুণের ফিরে যাওয়ায় কয়েকশ ডিগবাজি দিল জায়েদ খান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণ আজ শুক্রবার সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন।

বিমানবন্দর থানার ওসি মো. আনিসুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিপুণকে ছেড়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা না থাকায় তাকে কেবল জিজ্ঞাসাবাদ করা হয়।

বিমানবন্দরে নিপুণের আটকের ঘটনাটি দ্রুতই সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। নেটিজেনরা নিপুণের গ্রুপ "আলো আসবেই" এবং তার অতীত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন।

২০২৪-২৬ মেয়াদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন-এ মিশা-ডিপজল প্যানেল জয়ী হয়। সে সময় নিপুণ এবং জায়েদ খানের মধ্যে চলমান দ্বন্দ্ব নতুন মাত্রা পায়।

জায়েদ খান তখন মন্তব্য করেছিলেন,"নিপুণের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা নেই। তবে তার মানসিক কোনো সমস্যা আছে বলে মনে করি। শুধুমাত্র ক্ষমতা দেখানোর জন্য এমন করছেন। এমন লজ্জাহীন মহিলা আমি জীবনে দেখিনি।"

নিপুণের বিমানবন্দর ঘটনার পর, জায়েদ খানের পুরোনো বক্তব্য আবার ভাইরাল হয়েছে। নেটিজেনরা মন্তব্য করছেন,"নিপুণের ফিরে যাওয়ায় জায়েদ খান কয়েকশ ডাবল ডিগবাজি দিল।"

সোশ্যাল মিডিয়ায় অনেকেই জায়েদের মন্তব্য এবং নিপুণের বর্তমান পরিস্থিতি নিয়ে মজার পোস্ট করছেন।

নায়ক জায়েদ খান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। অন্যদিকে, নিপুণ দেশত্যাগ করতে চাইলেও তা সম্ভব হয়নি। তাদের এই টানাপোড়েন নিয়ে চলচ্চিত্র পাড়ায় ও অনলাইনে আলোচনার ঝড় অব্যাহত রয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে