ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
Sharenews24

সীমান্তে উত্তেজনা: ‘জয় শ্রী-রাম’ ও ‘আল্লাহু আকবার’ স্লোগান

২০২৫ জানুয়ারি ১০ ১৭:২৯:২৬
সীমান্তে উত্তেজনা: ‘জয় শ্রী-রাম’ ও ‘আল্লাহু আকবার’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত সীমান্তের চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার সংলগ্ন অংশে গত তিন দিন ধরে উত্তেজনা ও টানাপড়েনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘটনাটি মূলত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুরু হয়, যা ভারতীয় অংশের মালদহ জেলার সুকদেবপুর এলাকায় শুরু হয়েছিল।

এ সময় বাংলাদেশ অংশের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে স্থানীয়রা জড়ো হয়ে ভারতীয় সীমান্তরক্ষীদের সাথে একধরনের সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভারতের অংশে কিছু মানুষ লাঠি, রামদা, কাস্তে হাতে "বান্দে মাতরম" স্লোগান দিতে থাকেন, যা বাংলাদেশ অংশের মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। বাংলাদেশের দিক থেকে "আল্লাহু আকবার" এবং "নারায়ে তাকবীর" স্লোগানও শোনা যায়। এই উত্তেজনা প্রায় পুরো সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়েছিল।

বাংলাদেশের বিজিবি সদস্যরা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পূর্ব অনুমতি ছাড়াই সীমান্তের ১০০ গজ ভিতরে বেড়া নির্মাণের কাজ শুরু করে, যা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী দ্বারা বাধাগ্রস্ত হয়। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতীয় বাহিনী সীমান্তের ১৫০ গজের মধ্যে নির্মাণ কাজ করতে হলে নিয়ম মেনে বাংলাদেশের বিজিবিকে জানানো উচিত ছিল, যা তারা করেনি। এই নিয়ে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়।

ভিডিও এবং ছবি থেকে জানা যায়, ভারতীয় অংশের লোকজন রামদা হাতে হাস্যরসাত্মকভাবে স্লোগান দিচ্ছিলেন, এমনকি বাংলাদেশে "বোম, বোম, বোম" বলে মশকরা করছিলেন। অন্যদিকে, বাংলাদেশী অংশের লোকজন জমির নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন এবং উত্তেজনার মধ্যে কিছু প্রতিবাদও করেছিলেন।

বিজিবির কর্মকর্তা ও স্থানীয়রা জানান, উত্তেজনার মূল কারণ ছিল দুই দেশের বাহিনীর মধ্যে সঠিক প্রক্রিয়া অনুসরণ না করা এবং অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি হওয়া। তবে শেষ পর্যন্ত সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় এবং বৃহস্পতিবারের পরে নির্মাণকাজ আর চালানো হয়নি।

বাংলাদেশ-ভারত সীমান্তে এমন উত্তেজনা ও স্লোগানগুলো নতুন কোনো বিষয় নয়, তবে বিষয়টি আরও ঘণীভূত হতে পারে যদি নিয়ম ও প্রটোকল না মানা হয়, যা উভয় দেশের শান্তিপূর্ণ সম্পর্কের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে