ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে দুদকের ১০ টিম

২০২৫ জানুয়ারি ১০ ০৭:৩৯:৫৭
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে দুদকের ১০ টিম

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশের বৃহৎ ১০টি ব্যবসায়ি গ্রুপ এবং তাদের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান ও তদন্তের জন্য আন্তঃসংস্থা টাস্কফোর্সের অধীনে ১০টি টিম গঠন করেছে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) একটি বিশেষ সভায় যৌথ তদন্ত দলের নাম করা হয় এবং আরও একটি বিশেষ দল তৈরি করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি দলের নেতৃত্বে একজন দলনেতা এবং দুজন সদস্য থাকবেন। এসব দল ১০টি কোম্পানি ও দুই ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত পরিচালনা করবে।

যে ১০টি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত হবে সেগুলো হলো- এস আলম, বেক্সিমকো, নাবিল, সামিট, ওরিয়ন, জেমকন, নাসা, বসুন্ধরা, সিকদার এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আরামিট গ্রুপ।

বিদেশে পাচার হওয়া সম্পদ ফেরত আনতে আন্তঃসংস্থা টাস্কফোর্সের অধীনে কাজ করছে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (জেআইটি)। যৌথ এই দলের মধ্যে রয়েছে দুদক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এর আগে জাতীয় টাস্কফোর্সের আওতায় সিআইডি ও এনবিআর যৌথ দল গঠন করেছিল।

বিদেশে পাচার করা অর্থ দেশে ফেরত আনতে গত ২৯ সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে বিদ্যমান টাস্কফোর্স পুনর্গঠন করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখিত রয়েছে যে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মাধ্যমে গঠিত আন্তঃসংস্থা টাস্কফোর্স প্রয়োজনবোধে সরকারি-বেসরকারি কোনো সদস্যকে কো-অপ্ট করতে পারবে।

আন্তঃসংস্থা টাস্কফোর্সের সভাপতির দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সদস্য সচিব হিসেবে কাজ করছেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে