ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
Sharenews24

ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করা যুবদল নেতা রানা সম্পর্কে বিস্ফোরক অভিযোগ

২০২৫ জানুয়ারি ০৯ ১৪:০৬:১৯
ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করা যুবদল নেতা রানা সম্পর্কে বিস্ফোরক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির বহিষ্কৃত যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে পালিয়ে গেছেন এবং তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা।

এসকেন্দার আলী জনি গত ৭ জানুয়ারি ফেসবুক লাইভে এসে এই দাবি করেন। তিনি আরো জানান, রানা ওবায়দুল কাদেরকে ৫ জানুয়ারির পর ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছেন। জনি দাবি করেছেন, যশোর ক্যান্টনমেন্টে লুকিয়ে থাকার পর আনসারুল হক রানা তাকে ভারতে পালাতে সাহায্য করেন। জনি তার দাবি সমর্থন করতে বলেন, "ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে লুকিয়ে ছিলেন। ৫ তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেছেন রানা।"

এছাড়াও, তিনি অভিযোগ করেছেন যে, আনসারুল হক রানা সিঙ্গাপুরে গিয়ে বেনাপোলের গোল্ড নাসিরের সঙ্গে অর্থ লেনদেন করেছেন। তিনি বলেছেন, "ঘাট শহীদকে ধরলে এ তথ্য পাওয়া যাবে।"

এসকেন্দার আরও বলেন, "যশোর জেলা যুবদল এখন যুবলীগে পরিণত হয়েছে। যুবদলের সভাপতি তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা আওয়ামী লীগের ষড়যন্ত্রে যুবদলকে নিয়ন্ত্রণ করছেন।"

এসকেন্দারের অভিযোগ অনুযায়ী, তিনি ১৭ বছর ধরে বিএনপির ত্যাগী নেতা হলেও সম্প্রতি তাকে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তদন্তের আবেদন করেছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তাকে দলে থাকা অবস্থায় অস্বাভাবিক আচরণ করার জন্য বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "এসকেন্দার সুস্থ নন। এসব অভিযোগ মিথ্যা। আমি কোনো অনিয়মের সাথে জড়িত নয়।"

এদিকে, যুবদলের নেতারা এসকেন্দারের বিরুদ্ধে আনিত অভিযোগকে 'বিতর্কিত' হিসেবে চিহ্নিত করেছেন এবং বলেছেন যে, এসকেন্দার দীর্ঘদিন ধরে যুবদলের নেতা-সভার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে