ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

সয়াবিন তেলের কৃত্রিম সংকট: বাজারে দাম ২৮ টাকা বেশি, ভোক্তাদের শঙ্কা

২০২৫ জানুয়ারি ০৩ ১৪:০১:১২
সয়াবিন তেলের কৃত্রিম সংকট: বাজারে দাম ২৮ টাকা বেশি, ভোক্তাদের শঙ্কা

বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাড়াতে ব্যবসায়ীরা নীতি সহায়তা নেওয়ার পরও বাজারে সংকট কাটছে না। সরকারের পক্ষ থেকে শুল্ক-কর কমানোর পরেও তেলের দাম কমেনি, বরং কিছু ক্ষেত্রে খোলা তেল প্রতি লিটার ২৮ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এই সংকটের কারণে ক্রেতারা বছরের শুরু থেকেই তেল কিনতে ভোগান্তি ভুগছেন।

গত বছর নভেম্বর মাসে, বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৫-১৮০ টাকা এবং খোলা সয়াবিন বিক্রি হতে থাকে ১৮৫ টাকায়। সরকার কর্তৃক শুল্ক-কর কমানোর পর সামান্য দাম কমলেও তেল বাজারে দেখা দেয় সরবরাহ সংকট। ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন শুল্ক ও ভ্যাট অব্যাহতি দেওয়ার পরও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি।

রাজধানীর বিভিন্ন মুদি দোকান ঘুরে বোতলজাত সয়াবিন তেলের অভাব দেখা যায়। জিনজিরা কাঁচাবাজারের কিছু দোকানে তেলের সরবরাহ ছিল খুবই সীমিত, আর অন্যান্য দোকানগুলোতে তেল পাওয়া যায়নি। ব্যবসায়ীরা জানান, কম্পানিগুলো তেলের সরবরাহ করছে না এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর চেষ্টা করছে।

এক খুচরা ব্যবসায়ী বলেন, "সরবরাহ বাড়লে, এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭২ টাকায় কিনে ১৭৫ টাকায় বিক্রি করতে হয়। তবে খোলা সয়াবিন তেল লিটারে ১৮২-১৮৫ টাকায় বিক্রি হচ্ছে।"

নয়াবাজারের এক ব্যবসায়ী তুহিন জানান, কম্পানিগুলো তেল সরবরাহ না করে সংকট সৃষ্টি করছে এবং দাম বাড়ানোর জন্য রোজার আগে নতুন করে মূল্য বাড়াতে পরিকল্পনা করছে। এই পরিস্থিতি ক্রেতাদের জন্য আরো কষ্টকর হয়ে উঠেছে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, "বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে, তবে ব্যবসায়ীরা তা অযৌক্তিকভাবে বাড়িয়ে নিচ্ছে, কারণ তারা আগের কম দামে তেল কিনে রেখেছে।"

এভাবে অব্যাহত সংকট এবং বাড়ানো দাম ক্রেতাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা তাদের প্রতিনিয়ত ভোগান্তিতে ফেলছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে