ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

২০২৫ জানুয়ারি ০৫ ২৩:৪৮:৪৫
চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সব প্রস্তুতি সম্পন্ন করে মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি সেদিন রাতে যাত্রা শুরু করবেন।

রোববার রাত ৯টায় গুলশানের ‘ফিরোজা’ বাসভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ফিরোজা থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন মঙ্গলবার রাতে।

বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার প্রস্তুতির সঙ্গে জড়িত বিএনপির এক নেতা বলেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার খবর পেয়ে তাকে লন্ডনে নিয়ে যেতে রাজকীয় একটি বিশেষ উড়োজাহাজ দিয়েছেন, যা সর্বাধুনিক চিকিৎসা সুবিধা প্রদান করবে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যা ও অন্যান্য স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছেন। তিনি প্রথমে লন্ডনে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাবেন। সেখানে কয়েকদিন থাকার পর লিভারের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে