ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

শহীদ পরিবারের জন্য এনবিআরের বিশেষ সুবিধা

২০২৫ জানুয়ারি ০৬ ১৩:০৮:১৮
শহীদ পরিবারের জন্য এনবিআরের বিশেষ সুবিধা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ৫ জানুয়ারি এক আদেশে ঘোষণা করেছে যে, জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানে সহিংসতায় নিহত ব্যক্তিদের পরিবার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ প্রদানে বাধ্য থাকবে না। এই সুবিধা শহীদ পরিবারের সদস্যদের জন্য দেয়া হচ্ছে, যাদেরকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।

এনবিআরের আদেশে বলা হয়েছে, "জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৬৪-এর উপধারা (৪) অনুযায়ী, জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর ৮২৬ জন সদস্যকে সরকারি সহায়তা হিসেবে প্রদত্ত অর্থ দিয়ে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।"

এ অর্থ পরিবারের সদস্যদের মাধ্যমে সঞ্চয়পত্র কিনতে গেলে সাধারণত আয়কর রিটার্নের প্রমাণ দেখানো বাধ্যতামূলক ছিল, তবে শহীদ পরিবারের জন্য এই বিধান থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এনবিআরের কর নীতি উইংয়ের তৃতীয় সচিব, এইচ এম শাহরিয়ার হাসান, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে, এই সুবিধাটি তখনই প্রযোজ্য হবে যখন শহীদ পরিবারের সদস্যরা সরকারি সহায়তা হিসেবে প্রদানকৃত অর্থ দিয়ে সঞ্চয়পত্র কিনবেন।

এছাড়া, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের মাধ্যমে ৪৭ কোটি ৩২ লাখ টাকা সহায়তা দুই হাজার ২২৯ পরিবারকে প্রদান করা হয়েছে। এই সহায়তা পেয়েছে নিহত ৬২৮ জনের পরিবার এবং আহত ১ হাজার ৬০১ জনের পরিবার।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে