ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব! বিএফআইইউ’র এমন পদক্ষেপ কেন

২০২৫ জানুয়ারি ০৬ ১১:৩০:২৫
২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব! বিএফআইইউ’র এমন পদক্ষেপ কেন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের ২১ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে। একই সঙ্গে তাঁদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। সম্প্রতি বিএফআইইউ এসব সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে।

বিএফআইইউ চিঠিতে উল্লেখ করেছে যে, ২১ সাংবাদিকের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদের (স্বামী, স্ত্রী, পুত্র-কন্যা) এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্যাদি যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি, লেনদেনের বিবরণীসহ আনুষঙ্গিক তথ্য সরবরাহ করতে হবে।

বিএফআইইউ যে ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করেছে, তাঁদের মধ্যে রয়েছেন দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, সাবেক প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার, ইনডিপেনডেন্ট টিভির প্রধান সম্পাদক ও সিইও এম শামসুর রহমান, ইনডিপেনডেন্ট টিভির বার্তাপ্রধান মামুন আবদুল্লাহ, ইনডিপেনডেন্ট টিভির অনিমেষ কর ও ডিবিসি নিউজের প্রণব সাহা।

তালিকায় আরও রয়েছেন একুশে টিভির অখিল কুমার পোদ্দার ও রাশেদ চৌধুরী, একাত্তর টিভির ঝুমুর বারী, মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, এসএ টিভির মাহমুদ আল ফয়সাল ও রাশেদ কাঞ্চন, বাংলাদেশ প্রতিদিনের মো. রুহুল আমিন রাসেল ও মাহমুদ হাসান, বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসসের শাহনাজ সিদ্দিকী, সমকালের রামা প্রসাদ, দৈনিক কালবেলার আঙ্গুর নাহার মন্টি, খোলা কাগজের জাফর আহমেদ, আমাদের সময় ডটকম ও আমাদের অর্থনীতির দীপক চৌধুরী, দৈনিক জাতীয় অর্থনীতির এমজি কিবরিয়া চৌধুরী এবং একুশে সংবাদ ডটকমের সম্পাদক জিয়াদুর রহমান।

এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে সাংবাদিকদের আর্থিক কার্যক্রমের উপর নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর আরও ১২ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছিল বিএফআইইউ।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে