ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

আয়কর ও ভ্যাটের আওতা বাড়ানোর নতুন পদক্ষেপ

২০২৫ জানুয়ারি ০৫ ১২:৩৬:৫২
আয়কর ও ভ্যাটের আওতা বাড়ানোর নতুন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে ভ্যাটের পাশাপাশি আয়করের আওতা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। এনবিআর জানিয়েছে, আয়কর অব্যাহতির সংস্কৃতি থেকে বের হয়ে আসতে ধীরে ধীরে আয়কর অব্যাহতির বেশ কিছু বিধান বাতিল ও সংশোধন করা হয়েছে, এবং আরো কিছু কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এনবিআর আরও জানিয়েছে, গত বুধবার উপদেষ্টা পরিষদের সভায় ভ্যাট বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংস্থাটি স্পষ্ট করেছে, যেসব পণ্য ও সেবার উপর ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্ক বাড়ানো হচ্ছে, তার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য নেই। এর ফলে সাধারণ জনগণের জন্য ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি পাবে না এবং মূল্যস্ফীতিতে কোনো প্রভাব পড়বে না।

এনবিআরের বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ভ্যাট, আয়কর ও শুল্কের বিষয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা তাদের নজরে এসেছে। তারা জানিয়েছে, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়ন এবং রাজস্ব সংগ্রহ বৃদ্ধির জন্য ভ্যাটের আওতা বৃদ্ধি ও হার যৌক্তিকীকরণের লক্ষ্যে আরও পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির উপর শুল্ক ও করহারে ছাড় দেওয়া হয়েছে। ফলে, রাজস্ব আদায় হ্রাস পেয়েছে।

এছাড়া, এনবিআর নিশ্চিত করেছে যে, ২০২৪-২৫ অর্থবছরের মধ্যবর্তী সময়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছাড়াই অন্যান্য খাত থেকে রাজস্ব আদায় বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে হবে, নইলে বাজেট ঘাটতি বৃদ্ধি পাবে।

কেএইচ

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে