ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

উত্থানে ফিরলেও সূচক এখনো ১৮ পয়েন্ট পেছনে

২০২৫ জানুয়ারি ০৬ ১৪:৪১:৩২
উত্থানে ফিরলেও সূচক এখনো ১৮ পয়েন্ট পেছনে

নিজস্ব প্রতিবেদক : নতুন বছরের চার কর্মদিবসের মধ্যে প্রথম কর্মদিবস শেয়ারবাজার নামেমাত্র ইতিবাচক ছিল। এরপর টানা দুদিন পতনে ছিল। চতুর্থ কর্মদিবস আজ সোমবার উত্থানে ফিরেছে উভয় বাজার। তারপরও নতুন বছরে যেখান থেকে বাজার শুরু হয়েছিল, সেখানে ফিরতে সূচক আরও ১৮ পয়েন্ট বৃদ্ধি প্রয়োজন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বছরের প্রথম কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছিল ২ পয়েন্ট। দ্বিতীয় দিন কমেছিল ১৯ পয়েন্ট এবং তৃতীয় দিন ৩৪ পয়েন্ট। আজ বছরের চতুর্থ কর্মদিবসে ডিএসইর সূচক বেড়েছে ৩৩ পয়েন্ট। এতে দেখা যায়, প্রথম কর্মদিবসের উদ্বোধনী সূচকে ফিরতে আরও ১৮ পয়েন্ট প্রয়োজন। আর মূলধন বাড়তে হবে ৩ হাজার ৯৯০ কোটি টাকা।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৩.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ১৩.৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৩৬২ কোটি ৬৭ লাখ ২২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩১৩ কোটি ৬৫ লাখ ৫৪ হাজার টাকার।

ডিএসইতে আজ মোট ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২২৩টির, কমেছে ১০১টির এবং ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে