ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

২২৭ প্রার্থীদের নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত: বৈঠকে বসবে জনপ্রশাসন মন্ত্রণালয়

২০২৫ জানুয়ারি ০৬ ১১:৫৪:০৫
২২৭ প্রার্থীদের নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত: বৈঠকে বসবে জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : ৪৩তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সুপারিশকৃত ২১৬৩ প্রার্থীর মধ্যে ২২৭ প্রার্থীর সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য থাকায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন এখনও জারি হয়নি। তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয় একটি বৈঠক করবে।

রোববার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত একটি নোটিশে এই তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় ২১৬৩ প্রার্থীর মধ্যে ১৮৯৬ প্রার্থীর নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে, ২২৭ প্রার্থীর সম্পর্কে গোয়েন্দা প্রতিবেদনে বিরূপ মন্তব্য পাওয়ায় তাদের নিয়োগ প্রজ্ঞাপন জারি হয়নি। ওই ২২৭ প্রার্থী তাদের নিয়োগ পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে ৯ জানুয়ারি সকাল সাড়ে ১১টায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২৫ জানুয়ারি ২১৬৩ প্রার্থীকে সুপারিশ করা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ৪০ জন এবং গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ২২৭ জন প্রার্থীর বিষয়ে বিরূপ মন্তব্য পাওয়ায় তাদের নিয়োগের প্রজ্ঞাপন সাময়িকভাবে স্থগিত করা হয়। ৩০ ডিসেম্বর ২ হাজার ৬৪ প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে