ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ফার্স্ট সিকিউরিটির এমডিকে ছুটিতে প্রেরণ 

২০২৫ জানুয়ারি ০৫ ১০:০০:১৫
ফার্স্ট সিকিউরিটির এমডিকে ছুটিতে প্রেরণ 

নিজস্ব প্রতিবেদক: এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা পাঁচটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সবার জন্য বাধ্যতামূলক ছুটির ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে প্রথমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলীকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং এই পদক্ষেপের পর ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়াকে।

এছাড়া ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডিদের ছুটিতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে জরুরি বৈঠক করে এই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে, যাতে এসব ব্যাংকে অধিকতর তদন্ত সম্ভব হয়।

এই সিদ্ধান্তের মাধ্যমে, এস আলম গ্রুপের ব্যাংকগুলির ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার জন্য আন্তর্জাতিক নিরীক্ষা সংস্থাগুলি নিরপেক্ষভাবে কাজ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে