ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রতিদিন ২৫০ বিদেশির আবেদন, জরিমানা অঙ্কে বিশাল পরিবর্তন

২০২৫ জানুয়ারি ০৫ ১৮:৪৭:০৪
প্রতিদিন ২৫০ বিদেশির আবেদন, জরিমানা অঙ্কে বিশাল পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ বৈধকরণের জন্য বর্তমানে ব্যাপক হিড়িক চলছে। প্রতিদিন গড়ে ২৫০টিরও বেশি আবেদন জমা পড়ছে, যা চলতি বছর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে রয়েছে ৩৩ ক্যাটাগরির ভিসাধারী নাগরিক, যাদের অধিকাংশের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে এবং তারা এখন অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন।

রাজধানী আগারগাঁওয়ে অবস্থিত পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানায়, আবেদনকারীদের বেশির ভাগই বাংলাদেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, শিক্ষার্থী, প্রকল্পের সঙ্গে যুক্ত বিদেশি নাগরিক এবং ফুটবলারসহ নানা পেশার মানুষ। যারা অবৈধভাবে অবস্থান করছেন, তাদেরকে প্রতিদিন জরিমানা দিতে হচ্ছে।

যতদিন অবৈধভাবে থাকবেন, ততদিন জরিমানা পড়বে। এক্ষেত্রে, ৯০ দিনের বেশি থাকলে জরিমানার পরিমাণ হয় ২ লাখ ৭৩ হাজার টাকা। বর্তমানে ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে ভিসা বৈধকরণের চাপ বেড়েছে বলে জানাচ্ছে পাসপোর্ট অধিদপ্তর।

প্রসঙ্গত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ৪ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে, যা অনুযায়ী অবৈধ অবস্থানের জন্য জরিমানার হার নির্ধারণ করা হয়েছে। প্রথম ১৫ দিন অবৈধ অবস্থানে থাকা বিদেশিদের জন্য জরিমানা ১ হাজার টাকা, এরপর ৯০ দিন পর্যন্ত দৈনিক ২ হাজার টাকা, এবং ৯১ দিন বা তার বেশি হলে প্রতি দিন ৩ হাজার টাকা জরিমানা।

বিজ্ঞান বা চিকিৎসা সংক্রান্ত কারণে কেউ অবৈধভাবে অবস্থান করলে তাদের জরিমানা মওকুফের ব্যবস্থা আছে। ৩০ দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় বিদেশি নাগরিকদের জন্য কিছু নমনীয়তা রয়েছে। তবে, শর্ত হলো প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং প্রমাণ দিতে হবে যে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

এই প্রজ্ঞাপনের আওতায়, বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের জন্য আগামী ৩১ জানুয়ারির মধ্যে ভিসার বৈধতা অর্জন করতে হবে। এর পর তারা অবৈধ হিসেবে গণ্য হবেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক নাদিরা আক্তার জানান, তাদের কাছে প্রতিদিনই বিদেশি নাগরিকরা ভিসা বৈধকরণ এবং জরিমানা পরিশোধের জন্য আবেদন করছেন।

এ পরিস্থিতিতে, ভিসা বৈধকরণ এবং এর সাথে সংশ্লিষ্ট জরিমানা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছেন, কারণ তার পরিমাণ যথেষ্ট চমকপ্রদ!

কেএইচ

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে