ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

৬১৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন: তাপস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ

২০২৫ জানুয়ারি ০৫ ১৯:১৮:০২
৬১৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন: তাপস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুটি মামলা দায়ের করেছে। এই মামলাগুলোর অভিযোগে বলা হয় যে তারা অবৈধভাবে প্রায় ৮০ কোটি টাকার সম্পদ অর্জন করেছেন এবং ৬১৫ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন।

দুদকের উপ-পরিচালক মনিরুল ইসলাম রোববার (৫ জানুয়ারি) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা দুটি দায়ের করেন। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে প্রায় ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া ২৭টি ব্যাংক হিসাবে তার ৫৩৮ কোটি টাকার লেনদেন ও ৫ লাখ মার্কিন ডলারের বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। একইভাবে, আফরিন তাপসের বিরুদ্ধে ৬ কোটি ৪৩ লাখ টাকার অবৈধ সম্পদ, ৯টি ব্যাংক হিসাবে ৭০ কোটি ৮৯ লাখ টাকার অস্বাভাবিক লেনদেন এবং ৩ লাখ ৯৫ হাজার মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

এই ঘটনাগুলোর তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছে।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে